আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ শেষ হয়েছে অনেক আগেই কিন্তু ফুটবল বিশ্বে এই রোমাঞ্চকর ম্যাচের উত্তেজনা এখনো কাটেনি। এদিন ম্যাচের মধ্যে দুই দলের খেলোয়াড়দের বাকবিতণ্ডাতে উত্তপ্ত







ছিল পুরো ম্যাচ। আর্জেন্টিনার জয়ের পরও সেই উত্তাপ ছিল আরো বেশি। ম্যাচ শেষে যে ডাচ ফুটবলার জোড়া গোল করেছেন, তাকে ধমক দিয়ে বসেন মেসি। আর মেসির এমন আচরণেই কষ্ট







পেয়েছেন ভোগহোর্স্ট। আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় কথা শুরুর আগে ডানে কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে কারও প্রতি চিৎকার দিয়ে মেসি







বলে ওঠেন, ‘এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও।’ প্রথম দিকে নিশ্চিত না হওয়া গেলেও আরেকটি ভিডিওতে দেখা যায় মেসি সেই কথাটি বলেছিলেন ভোগহোর্স্টকে। মেসির এমন







আচরণে কষ্ট পেয়েছেন সেই ডাচ ফরোয়ার্ড। ম্যাচ শেষে মেসির সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন বলেও জানান তিনি। মিক্সড জোনে ম্যাচ শেষে ভোগহোর্স্ট বলেন, ‘আমি মেসির সঙ্গে হাত মেলাতে







গিয়েছিলাম। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে; কিন্তু সে আমার সঙ্গে কথাই বলতে চাইল না। আমার স্প্যানিশ ভাষা তেমন জানা নেই; কিন্তু সে আমাকে অনেক অসম্মানজনক কথা বলেছে, যা আমাকে খুব কষ্ট দিয়েছে।’