ইনজুরিটাকে অনেকটাই আপন করে নিয়েছেন তাসকিন আহমেদ। গত মে মাসেই কাঁধের ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডনে গিয়েছিলেন। ছয় মাস না







যেতেই আবারো ইনজুরিতে তিনি। পিঠের পুরোনো ব্যথার কারণে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এমনকি অনিশ্চিত দ্বিতীয় ওয়ানডেতেও। তাসকিন আহমেদকে নিয়ে এখনই কোন







ঝুঁকি নিতে চান না জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ







জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।