






বিসিএলের প্রথম ম্যাচে বোলারদের দাপট দেখেছে সাভার। প্রথম ইনিংসে সাইফউদ্দিনের পাঁচ উইকেটের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজও তুলে নিলেন পাঁচটি। যে কারণে ভেস্তে গেল







সাইফউদ্দিনের বোলিং। আগে বোলিং পেয়ে অগ্নিঝরা বোলিং করেছেন সাইফউদ্দিন। তাঁর বোলিং তোপে টিকতেই পারেনি নাসির-বিজয়রা। ৮ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে তুলে নিয়েছিলেন







পাঁচটি উইকেট। অন্তত তাঁর দলের ব্যাটারদের জন্য কাজটা সহজই করে দিয়েছিলেন তিনি। তবে বিসিবি দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলের ব্যাটার আরও কঠিন সময় পার করেছেন ক্রিজে। ২০০ রানের







লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমকে ফেরান শরিফুল। পরবর্তীতে নাসুমের বোলিংয়ে সাজঘরে ফিরেন সৈকত আলী ও শাহাদাত হোসেন। মিরাজের উইকেট নেওয়া হয়







শুরু হয় প্রতিপক্ষ দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে দিয়ে। ২১ বলে ৮ রান করা মাহমুদউল্লাহকে ফেরান তিনি। ব্যাটিংয়ে দলের হাল ধরার একটু চেষ্টায় ছিলেন ফজলে রাব্বি। তাঁকেও দলীয় ৬৯ রানে







আউট করেন মিরাজ। ৬৯ রানে পাঁচ উইকেটের পতনের পর আকবর ও শামীম মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাঁদের সেই চেষ্টায় পানি ঢেলে দেন নাসুম। ২৩ বলে ১৬ রান করা আকবরকে







এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাসুম। মিরাজের তৃতীয় শিকার আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাইফউদ্দিন। তাঁকে বোল্ড করেন তিনি। তাসকিনকে ফিরিয়ে চতুর্থ ও রাকিবুলকে আউট করে







পাঁচ উইকেট তুলে নেন মিরাজ। তাঁর বোলিংয়ে ১২৭ রানেই শেষ হয়ে যায় উত্তরাঞ্চল। মিরাজ বাদেও তিনটি উইকেট পেয়েছেন নাসুম।