






২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে টি-টেন লীগের ষষ্ঠ আসর৷ এবারো এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশী মালিকানাধীন বাংলা টাইগার্স ফ্রঞ্চাইজি। সাকিব আল হাসানকে তারা আইকন ক্রিকেটার হিসেবে







দলে ভিড়িয়েছে। শনিবার বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে দলের তারকা ক্রিকেটার সাকিব জানালেন ভিন্ন এক বার্তা। বলছেন, ‘খেলা হবে’। বাংলা টাইগার্সের সেই ফেসবুক







পোস্টের ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি ২০২২ সালের ২৩ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগের বাংলা টাইগার্সের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি আপনার দল। প্রতিটি ম্যাচে আপনারা মাঠে







আসুন এবং আমাদেরকে সমর্থন করুন। খেলা হবে!’ বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া







মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে সবশেষ গেল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা







ক্রিকেটার তাতেন্দা তাইবু। এছাড়া বাংলাদেশী ক্রিকেটার হিসেবে দলটিতে রয়েছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।