






কাতারে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে রোববার। অবশ্য বেশ আগে থেকেই পৃথিবীজুড়ে বাজছে বিশ্বকাপের দামামা। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর শিরোপা জিততে







মুখিয়ে আছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল। তবে ১৯৩০ থেকে ২০১৮ সাল পর্যন্ত যে কটি বিশ্বকাপ আয়োজিত হয়েছে তার মধ্যে মোট গোলের তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।বিশ্বকাপে







সর্বোচ্চ গোল ব্রাজিল, জার্মানি এবং আর্জেন্টিনার।১৯৩০-২০১৮ সাল পর্যন্ত হওয়া বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দেশ হিসেবে সর্বোচ্চ ২২৯ গোল করেছে ব্রাজিল। ব্রাজিলের থেকে মাত্র ৩ গোল কম







করে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রয়েছে শীর্ষ তিনেই। কিন্তু গোলের হিসেবে ব্রাজিল ও জার্মানির থেকে বেশ দূরে আর্জেন্টিনা। আগের সবগুলো







বিশ্বকাপ মিলে আর্জেন্টিনা গোল করেছে মোট ১৩৭টি। ১২৮টি গোল করে চতুর্থ অবস্থানে রয়েছে ইতালি। আর তালিকার শীর্ষ পাঁচের শেষ দলটি জিদানের ফ্রান্স। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১২০ গোল







করেছে দলটি।শীর্ষ দলের বাকি পাঁচটি দল যথাক্রমে—স্পেন, ইংল্যান্ড, হাঙ্গেরি, উরুগুয়ে ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে স্পেনের রয়েছে ৯৯ গোল, ইংল্যান্ডের ৯১ আর হাঙ্গেরির ৮৭টি। অন্যদিকে







প্রথম বিশ্বকাপ আসরসহ মোট দুবার শিরোপা ঘরে তোলা উরুগুয়ে গোল করেছে মোট ৮৭টি এবং নেদারল্যান্ডস বিশ্বকাপের আসরগুলোতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৮৬ বার।