






ইংল্যান্ডের তিন সংস্করণের গুরুত্বপূর্ণ সদস্য হলেও সর্বশেষ জুলাইয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন বেন স্টোকস। ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতেই এমন







সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে স্টোকসকে ৫০ ওভারের ক্রিকেটে ফেরার অনুরোধ জানিয়েছেন মাইকেল ভন। টেস্টে নিয়মিত খেললেও লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন স্টোকস।







তবে অস্ট্রেলিয়া সফর দিয়ে ২০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি। বিশ্বকাপের শুরুতে ছন্দে না থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার







ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপের ফাইনালে তাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই দলের হয়ে হাল ধরেন স্টোকস। চাপের মুহুর্তে দাঁড়িয়ে ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন







এই ইংলিশ ম্যান। তাতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ইংল্যান্ড। জস বাটলারের দলের বিশ্বকাপ জয়ের পর স্টোকসকে পরের ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ







করেছেন ভন। পুরো জাতির হয়ে জানতে চেয়েছেন তিনি খেলবেন কিনা। এ প্রসঙ্গে এক টুইটে ভন লিখেছেন, ‘বেন স্টোকস, দয়া করে ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ খেলবে? একটি জাতির জন্য জানতে চাওয়া।’