






চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল (১১ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। অ্যাডিলেড ওভালে







অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে ব্যবহৃত উইকেটে। এর ফলে ভারত হোম কন্ডিশনের সুবিধা পাবে বলে মনে করছে ইংল্যান্ড। আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ম্যাচ ভেন্যুতে







এসে ইংল্যান্ড জানতে পারে ব্যবহৃত উইকেটে খেলতে হবে তাদের। দ্বিতীয় সেমিফাইনালের জন্য নতুন কোনো উইকেট রাখা হয়নি। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের ধারণা অ্যাডিলেডের







যে পিচে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে তার চরিত্র অনেকটা উপমহাদেশের পিচের মতো। সাধারণত, অস্ট্রেলিয়ার পিচের যে চরিত্র হয় অ্যাডিলেডের পিচ তার থেকে অনেকটাই আলাদা। ফলে দ্বিতীয়







সেমিফাইনাল ম্যাচে পিচ থেকে ভারতই সুবিধা পাবে বলে ধারণা তাদের। ধারণা করা হচ্ছে অ্যাডিলেডের পিচ দেখে টস জিতলে ইংল্যান্ড ব্যাটিং না নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। ডেইলি







মেইলে প্রকাশিত সেই প্রতিবেদনে বেন স্টোকস বলেন, ‘বৃহস্পতিবার পিচ কেমন আচরণ করে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে আমাদের যে পরিস্থিতির মুখেই পড়তে হোক না কেন, সেই







পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে।’ অ্যাডিলেডের পিচ উপ-মহাদেশের মতো হলেও ইংল্যান্ডও পিছিয়ে থাকবে না। কারণ ইংলিশদের রয়েছে মঈন আলী, আদিল রশিদদের মতো খ্যাতনামা







স্পিনার যারা ওই রকম পিচে প্রতিপক্ষের জন্য আতংকের কারণ হয়ে দাঁড়াতে পারেন। একই সাথে ভারতের অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনও হয়ে ওঠতে পারেন ভয়ঙ্কর।