






শ্রীরাম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশ-পাকিস্তানের। যদি দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত হারে সেক্ষেত্রে সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হবে সাকিব-বাবরদের।







চলমান বিশ্বকাপে নিজেদের সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানান, সেমিফাইনাল নয়, পাকিস্তানের বিপক্ষে কিভাবে







জয় পাওয়া যায়, তা নিয়েই ভাবছে দল। শ্রীরাম বলেন, ‘দূর্ভাগ্যবশত সেমিফাইনাল এখন আর আমাদের হাতে নেই। আমরা শুধু সামনের ম্যাচ ও সামনের প্রতিপক্ষ নিয়েই ভাবি। আমরা বিশ্বাস করি,







পাকিস্তানকে হারাতে পারি। তাদের হারাতে চাই, আমরা জিততে চাই।’ টি-টোয়েন্টিতে বাংলাদশ থেকে ঢের এগিয়ে পাকিস্তান। তাই পাকিস্তানকে হালকা ভাবে নিচ্ছেন না বাংলাদেশের কোচ। পাকিস্তান







দলকে পূর্ণ সম্মান প্রদর্শনের দাবি করে শ্রীরাম বলেন, ‘পাকিস্তান কিভাবে চ্যালেঞ্জ জানাতে পারে, তা আমরা জানি। তারা ভালো দল, তবে নিউজিল্যান্ডে খেলার ফলে আমরা তাদের শক্তির জায়গাটা







জানি, তারাও জানে। আশাকরি ভালো লড়াই হবে আমরা তাদের পরিপূর্ণ সম্মান জানাই।’ তবে সেমিফাইনালে যাওয়ার চাবিকাঠি বাংলাদেশের হাতে নেই। দুই দল ৪টি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট







পেলেও নেট রানরেটে বাংলাদেশের (-১.২৭৬) চেয়ে এগিয়ে পাকিস্তান (১.১১৭)। কালকের ম্যাচে বাংলাদেশ কিংবা পাকিস্তান যে দলই জিতুক, সেমিফাইনালে উঠতে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।