






টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার পরাজয়ের পর এ বার ভারত-নিউজিল্যান্ড রবিবার একে অপরের মুখোমুখি হবে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে







মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে। টসে জিতে প্রথমে বোলিং নেয় নিউজিল্যান্ড।পন্ত এবং ইশান ওপেন করতে নামেন। ১ম ওভারে ওঠে ৬ রান। ২য় ওভারে ভাওঠে ৮ রান তার মধ্যে ৭ রান আসে অতিরিক্ত







থেকে। উইকেট না হাড়িয়ে ৫ ওভার শেষে ৩৬ রান তোলে ভারত। ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন পন্ত।ফার্গুসনের বলে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ষষ্ঠ ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরলেন







তিনি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ দাড়ায় ১ উইকেটে ৪২ রান। ৬.৪ ওভারের পর বৃষ্টি নামায় খেলা বন্ধ করে দিতে হয়। বৃষ্টি শুরুর আগে







৬.৪ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৫০ করে ভারত।বৃষ্টিতে মিনিট ১৫ মতো খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়।৩১ বলে ৩৬ করে ইশ সোধির বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন







ইশান কিষাণ। ইশানের পরিবর্তে ক্রিজে এসেছেন শ্রেয়স আইয়ার। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে ভারত। ১২.৪ ওভারে ৯ বলে ১৩ রান করে লকি ফার্গুসন বলে সাজঘরে ফিরলেন শ্রেয়স







আইয়ার। ১০৮ রানে ৩ উইকেট হাড়ায় ভারত। ব্যাটে আসে হার্দিক পান্ডিয়া।পন্ত, ইশান, শ্রেয়স- তথাকথিত তরুণরা কিন্তু ব্যর্থ। তবে লড়াই চালাচ্ছেন ৩২ বছরের সূর্যকুমার যাদব।১৭ ওভার শেষে







ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান।ছক্কা মেরেই ১৮তম ওভারেই ভারতকে ১৫০ পার করালেন সূর্য। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান।১৯ তম ওভারে ২২ রান নিয়ে নিজের







ব্যক্তিগত (টি-২০তে ২য়) সেঞ্চুরি করেন সূর্য। ১০০ রান করতে তিনি ৪৯ টি বল খেলেন।১৯.৩ ওভারে সাউদির বলে আউট হল হার্দিক। ১৩ রান করে ফেরেন তিনি। ব্যাটে আসে হুডা।পরের বলেই আউট
হয় হুডা। ব্যাটে আসে ওয়াশিংটন সুন্দর ১৯.৫ বলে তারও উইকেট তুলে নিয়ে হ্যাট্রিক করেন টিম সাউদি। ১৯০ রানে ৫ এবং ৬ ও ৭ নম্বর উইকেট হারায় ভারত ।২০ ওভার শেষে ১৯১ রান সংগ্রহ করে ভারত।