






চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নিজেকে দারুণভাবে মেলে ধরছেন তাসকিন আহমেদ। সুপার টুয়েলভে ৪ ইনিংসে তাসকিন এমন ৮টি উইকেট নিয়েছেন তেমনি ওভারপ্রতি ৭ করে রানও দিয়েছেন







এই টাইগার স্পিডস্টার। প্রতি ম্যাচে তাসকিন যেমন নিয়ন্ত্রিত বোলিং করছেন তেমনি এখনও পর্যন্ত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সর্বাধিক সংখ্যক ৫৪টি ডটবল করেছেন তাসকিন







যেটা কিনা তার মোট বলের ৬০% বলই ডটবল। এক নজরে সুপার টুয়েলভে সর্বাধিক সংখ্যক ডটবল করা বোলার; তাসকিন আহমেদ ৫৪টি (৬০%), ভুবনেশ্বর কুমার ৫১টি (৫৭%), পল ভ্যান মেকেরেন







৪৭টি (৫২%), মোহাম্মদ শামী ৪৬টি (৫১%), এনরিক নর্কিয়া ৪৪টি (৫৪%)।