






চলতি মাসেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট। যদিও এর আগে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা প্রগতি গ্রুপ সরে দাঁড়ানোর ফলে বিপাকে পড়েছিল বিসিবি।







যদিও নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি বিসিবিকে। ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে রুপা ফ্যাব্রিক্স লিমিটেডের নাম ঘোষণা করেছে বিসিবি। মূলত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাজির







স্বত্ব পেলেও গ্যারান্টি মানি দিতে পারেনি প্রগতি গ্রুপ। এরপর তারা বিপিএলের গভর্নিং কাউন্সিলকে চিঠিও দিয়েছিল নিজেদের নাম সরিয়ে নেয়ার জন্য। বিপিএলের এবারের আসরে দল নেয়ার জন্য







১১টি প্রতিষ্ঠান নাম জমা দিয়েছিল বিসিবির কাছে। সেখান থেকেই ৭ প্রতিষ্ঠানকে বেঁছে নিয়েছিল বিপিএলের আয়োজকরা। ১১ আগ্রহী প্রতিষ্ঠানের মধ্যে ছিল রুপা ফ্যাব্রিক্স লিমিটেডও। শুরুতে দল না







পেলেও প্রগতি গ্রুপ সরে দাঁড়ানোর কারণে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে তারা। এ ছাড়া বিপিএলে অংশ নেয়া দলগুলো হলো বরিশাল (ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), খুলনা







(মাইন্ডট্রি লিমিটেড), ঢাকা (রুপা ফেব্রিক্স লিমিটেড)। সেই সঙ্গে সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম (ডেলটা স্পোর্টস লিমিটেড) ও কুমিল্লা







(কুমিল্লা লিজেন্ডস লিমিটেড) অংশ নেবে এবারের আসরে।