






ল্যাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা বিশ্বকাপে সহজ গ্রুপেই পরেছে। তাদের সঙ্গে আছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। তিনটি ম্যাচেই আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রবল। এরপর







কি হবে? অর্থাৎ দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত যেতে পারলে নিশ্চিত ভাবেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তবে এই প্রতিপক্ষের মধ্যে ফ্রান্সকে দেখতে







চান না সাবেক আর্জেন্টাইন ফুটবলার জানেত্তি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। এক কথায় উত্তর দিতে হবে, এমন প্রশ্নোত্তর পর্বে জানেত্তির কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপ







ফাইনালে উঠতে পারলে কোন দলের বিপক্ষে খেলতে চাইবে না? জবাবে জানেত্তি বলেন, “ফ্রান্স।”