






বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সর্বোচ্চ সীমা একই থাকছে। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক এবার ৮০ লাখ টাকা। বিদেশিরা







পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার, যা ৮০ লাখ টাকার সমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিপিএলের আগামী আসরের খেলোয়াড়দের







মূল্য তালিকা বিডিক্রিকটাইমের হাতে এসে পৌঁছেছে। সে অনুযায়ী দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সর্বনিম্ন সীমা ৫ লাখ টাকা, বিদেশিদের ক্ষেত্রে ২০ হাজার ডলার বা ২০ লাখ টাকা।দেশি ক্রিকেটারদের







মধ্যে ৮০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা। এছাড়া ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩০ লাখ, ‘ডি’ক্যাটাগরির ক্রিকেটার ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরির







ক্রিকেটার ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটার ১০ লাখ ও ‘জি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৫ লাখ টাকা পাবেন। এবার সর্বনিম্ন পারিশ্রমিক পাবেন জি ক্যাটাগরির ক্রিকেটাররাও।এছাড়া বিদেশিদের







মধ্যে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৮০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৬০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৪০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৩০ হাজার ডলার ও ‘ই’







ক্যাটাগরির ক্রিকেটাররা ২০ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। বাংলাদেশি মুদ্রায় ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার ৮০ হাজার টাকা এবং বাকি ক্রিকেটাররা ক্যাটাগরি অনুযায়ী ক্রমান্বয়ে ৬০ লাখ, ৪০ লাখ, ৩০ লাখ ও ২০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।