






নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত ছিল আগে থেকেই। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এ আসর। এ উপলক্ষ্যে মাস







দুয়েক আগে থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠন কার্যক্রম। তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরান।







খেলবেন সাকিবের দল ফরচুন বরিশালের হয়ে। শুক্রবার ফরচুন বরিশাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘শেষ ৮







টি-টোয়েন্টি ইনিংসে আমাদের জারদরান ৪৬ গড়ে ২৭৬ রান করেছেন। ভারতের বিপক্ষে এবারের এশিয়া কাপে তিনি তার ক্যারিয়ার সেরা ৬৪ রান করে অপরাজিত ছিলেন। এখন আমাদের টপ







অর্ডারের ট্রাম্প কার্ড হতে প্রস্তুত সে।’ এর আগে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছিল বরিশাল। এছাড়া রাকিম কনওয়েল, মোহাম্মদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, করিম







জানাতদেরও দলে টেনেছে বরিশালের দলটি। দলটির আইকন হিসেবে সাকিব আল হাসানকে আগেই দলে যুক্ত করেছে গেল বারের রানার আপ দলটি।