






জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএল। আগামী ২৩ নভেম্বর এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে বিপিএলে অংশগ্রহণকারী







ফ্র্যাঞ্চাইজিগুলো। তার অংশ হিসেবে বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সে ভেড়ানো হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভাকে। ফ্রাঞ্চ্যাইজিটির আশা তিনি হয়ে উঠতে পারেন তুরুপের তাস।







শ্রীলঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। এছাড়াও সিলেট সরাসরি চুক্তিতে দলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজা, জিম্বাবুয়ের রায়ান বার্ল,







পাকিস্তানের মোহাম্মদ হারিস ও মোহাম্মদ আমিরকে। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি তা স্পষ্ট। সিলেট সামাজিক যোগাযোগমাধ্যমে ধনঞ্জয়াকে মাশরাফির তুরুপের তাস







হিসেবে উল্লেখ করেছে। ৩১ বছর বয়সী অলরাউন্ডার ধনঞ্জয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৩৩ টি। যেখানে ২১.৫৮ গড়ে তার মোট রান ৬২৬ আর অর্ধশতক আছে ৩ টি।







বল হাতে নিয়েছেন ১২ উইকেট। আর সব মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে ম্যাচে খেলেছেন ৯৩ টি। যেখানে তার রান ১৯০৯ আর গড় ২৪.৭৯ আর স্ট্রাইক-রেট ১২৬.৩৪। বোলিং হাত ঘুরিয়ে নিয়েছেন







৫৭ উইকেট। উল্লেখ্য, সিলেটের কোচদের তালিকায়ও আছে তারকাদের নাম। সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে। আরেক সাবেক ক্রিকেটার রাজিন







সালেহকে নেওয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে টাইগারদের সাবেক আরেক তারকা তুষার ইমরানকে, বোলিং কোচ নাজমুল হোসেন ও ম্যানেজার নাফিস ইকবাল।