






আরও একবার বিশ্বমঞ্চে নকআউট ম্যাচে হোচট খেলো ভারত। ২০১৩ সালের আইসিসি ট্রফি জয়ের পর আর কোন আইসিসি ইভেন্টেই শিরোপা জিততে পারেনি ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি







বিশ্বকাপ মিলে নিকট অতীতে যে ৪ বার ভারত সেমি ফাইনালে উঠেছে, একবারও সেখান থেকে জয় তুলে নিতে পারেনি।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার







ছিটকে যাওয়া ভুগিয়েছে ভারতকে। তবে বিশ্বকাপে এসে তাদের ভুগিয়েছে টপ অর্ডার ব্যাটারদের ফর্ম। বিশেষ করে দুই ওপেনারের ফর্ম। ৬ ম্যাচে লোকেশ রাহুলের সংগ্রহ ১২৮ রান, স্ট্রাইক রেট ১২০.৭৫।







সমান সংখ্যক ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার রান ১১৬, স্ট্রাইক রেট ১০৬.৪২। এই দুজন জুটি গড়ে বলার মত রান তো তুলতে পারেনই নি, উলটো রান তুলেছেন টেস্ট মেজাজে। সুপার টুয়েলভ স্টেজে







খেলা ১২ দলের মধ্যে ওপেনিং জুটিতে ওভারপ্রতি রান তোলার তালিকায় সবার নিচে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওভারপ্রতি রান তুলেছেন ৪.৯৮ করে! এই তালিকায় শীর্ষে সেমি ফাইনাল থেকে







বিদায় নেওয়া নিউজিল্যান্ড (৯.২৬)। ইংল্যান্ড (৯.২৫) ও দক্ষিণ আফ্রিকার (৮.৮৩) পর চতুর্থ অবস্থানে আছে কেবল সুপার টুয়েলভ আমলে নিলে এবারের বিশ্বকাপে ওপেনিং জুটিতে ওভারপ্রতি রান-
নিউজিল্যান্ড- ৯.২৬
ইংল্যান্ড- ৯.২৫
দক্ষিণ আফ্রিকা- ৮.৮৩
বাংলাদেশ- ৮.৭৬
আয়ারল্যান্ড- ৭.৮৭
শ্রীলঙ্কা- ৭.০৫
জিম্বাবুয়ে- ৬.৬৫
পাকিস্তান- ৬.৪২
অস্ট্রেলিয়া- ৬.৩১
আফগানিস্তান- ৬.২৭
নেদারল্যান্ডস- ৫.৫৮
ভারত- ৪.৯৮!