






এনসিএলের টায়ার দুইয়ে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে খুলনা। খুলনাকে







অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তদের রাজশাহী। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ রানের বিপরীতে দুইটি উইকেট হারিয়েছে রাজশাহী।







২০২২-২৩ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার দুইয়ের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক শান্ত। দলীয় ৩৫ রানের মধ্যে ওপেনার অমিত মজুমদারকে







সাজঘরে ফেরান শান্ত নিজেই। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন খুলনার অধিনায়ক ইমরুল। ১৮৯ বল খেলে ১০টি চারের সাহায্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরি করার পর আর কোনো রান







যোগ না করেই নাহিদ রানার বলে তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। নাহিদ ১৪.৪ ওভার বোলিং করে ৬৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। খুলনাকে ২৬৬ রানে অলআউট







করার পর ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি রাজশাহীর দুই ওপেনার জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকী। জহুরুল দুই ও জুনায়েদ এক রান করে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা







তাইজুল কোনো বল মোকাবিলার সুযোগই পাননি। সংক্ষিপ্ত স্কোরকার্ড-
টস: রাজশাহী বিভাগ
প্রথম দিনের খেলা শেষে খুলনা বিভাগ : ২৬৬/১০ (৮৪.৪ ওভার) ইমরুল ১০০, নাহিদুল ৪৫ নাহিদ রানা ৫/৬৩, মোহর শেখ ২/৩৪ রাজশাহী বিভাগ : ৩/২ (২.১ ওভার) জহুরুল ২, জুনায়েদ ১ আল আমিন ১/১, আশিকুজ্জামান ১/২
প্রথম ইনিংসে রাজশাহী বিভাগ ২৬৩ রানে পিছিয়ে।