






বিপিএল নিলাম এর আগেই দল পেল তামিম ইকবাল গত আসরে নিলামের আগে ঢাকার ফ্রাঞ্চ্যাইজি নিয়ে বেধেছিল হট্টগোল। ফলে বিসিবি নিজেই গঠন করেছিল দল। তবে তারপর মিনিস্টার গ্রুপ পায়







দলটির দায়িত্ব। মিনিস্টার ঢাকার পক্ষেই খেলেছিলেন তামিম ইকবাল। একই দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী আসরের আগে বিপিএলের ফ্রাঞ্চ্যাইজিগুলো দল গোছানো







শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তামিম ইকবালকে দলে নিলো খুলনা টাইগার্স। ফ্রাঞ্চ্যাইজিটিই তামিমকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। গত আসরে খুলনা টাইগার্সের অধিনায়ক ছিলেন







মুশফিকুর রহিম। এছাড়া খুলনা টাইগার্সের ম্যানেজার হিসেবে একাধিক আসরে দায়িত্ব পালন করেছেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। উল্লেখ্য, তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে







অবসর নিয়েছেন। তবে ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। এ পর্যন্ত ২৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ১২০ স্ট্রাইকরেটে করেছেন ৬৮৮৬ রান। আছে ৪৪টি হাফ-সেঞ্চুরি







ও চারটি সেঞ্চুরি। এই সংস্করণে তামিমের সর্বোচ্চ ইনিংস অপরাজেয় ১৪১ রান।