






অস্ট্রেলিয়া না ইংল্যান্ড—কোন দল উঠবে সেমিফাইনালে? প্রশ্নটার মতো হিসাবটাও সহজ ছিল। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে ইংল্যান্ড—সহজ এই হিসাব নিয়ে খেলতে







নেমে জস বাটলার-অ্যালেক্স হেলসরা হারিয়েছেন শ্রীলঙ্কাকে। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বাদ পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যাওয়ার হিসাবের মতোই আজ







সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সহজ লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪১ রান করতে পারে শ্রীলঙ্কা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের







৬ ওভারেই ৭০ রান তুলে ফেলেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। এরপর আর বাকিই-বা থাকে কী! পাওয়ার প্লেতে বাটলার ও হেলসের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর ইংল্যান্ড







আর জয়ের মাঝে ছোট যে দূরত্বটুকু ছিল, সেটা বিপৎসংকুল করে তোলার চেষ্টা করেছেন শ্রীলঙ্কার তিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা ও লাহিরু কুমারা। তবে তাঁরা সামান্য একটু ভীতিরই







শুধু সঞ্চার করতে পেরেছেন ইংল্যান্ডের সমর্থকদের মনে! শেষ পর্যন্ত ম্যাচটি ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আফগানিস্তনকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া পাওয়ার প্লের পরের ওভারটায়







ভালো বোলিং করেন মহীশ তিকসানা, মাত্র ৪ রানই দিয়েছেন। রানের গতি কমে গেছে বলেই কি না পরের ওভারে হাসারাঙ্গার ওপর চড়াও হতে যান বাটলার। ফলটা ভালো হয়নি, মিড উইকেট দিয়ে







উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছাকাছি জায়গায় ক্যাচ হয়ে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক। এর আগে হেলসের সঙ্গে ওপেনিংয়ে ৭৫ রানের জুটি গড়েন। জুটিতে তাঁর অবদান ছিল ২৩ বলে ২৮ রান।







ইনিংসটিতে তিনি ২টি চারের পাশাপাশি ১টি ছয় মেরেছেন। হাসারাঙ্গা পরের ওভারে এসে তুলে নেন হেলসকেও। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ে ৩০ বলে ৪৭ রান করেন তিনি। অষ্টম থেকে পঞ্চদশ
ওভারের মধ্যে ইংল্যান্ডকে একটা ঝাঁকুনিই দিয়েছিল শ্রীলঙ্কা। এই সময়ে বাটলার, হেলসসহ ৫টি উইকেট তুলে নেন দলটির বোলাররা। এই ৫ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ৩৬ রানের মধ্যে। একটা সময়
ইংল্যান্ডের জয়ের হিসাবটা ১৫ বলে ১৫ রানের মধ্যে নিয়ে আসে লঙ্কানরা। এমন সময়েই আউট হয়ে ফেরেন বেন স্টোকসের সঙ্গে জুটি গড়া স্যাম কারেন। তবে এরপর আর কোনো উইকেট পড়তে না দিয়ে
শেষ ওভারে গড়ানো ম্যাচে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টোকস ও ওকস। ম্যাচ শেষে স্টোকস ২টি চারে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। আর ওকস করেছেন ৩ বলে অপরাজিত ৪ রান।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন কুমারা, হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া। আরও পড়ুন পাকিস্তান যেতে ভয় পাচ্ছেন মার্ক উড ইংল্যান্ডের পেসার মার্ক উড শ্রীলঙ্কার ইনিংসটাও অনেকটাই ইংল্যান্ডের মতো
ছিল। পাওয়ার প্লের ৬ ওভারে সাবলীল ব্যাটিং করেই ১ উইকেটে ৫৪ রান তোলে লঙ্কানরা। পরের চার ওভারেও ভালো ব্যাটিং করে তারা। সব মিলিয়ে ১০ ওভারে ২ উইকেটে শ্রীলঙ্কা তোলে ৮০ রান। এরপর
যেন কী হয়ে যায় লঙ্কান ব্যাটসম্যানদের! রান তোলার গতি শ্লথ হয়ে যায়। একই সঙ্গে পড়তে থাকে উইকেট। সব মিলিয়ে শেষ দিকে ৫৭ রান তুলতে শ্রীলঙ্কা ৬টি উইকেট হারায়। দলের পক্ষে ৪৫ বলে ২টি চার
ও ৫টি ছয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পাতুম নিশাঙ্কা। এবারের বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় ফিফটি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম। ইনিংসটি খেলার পথে নিশাঙ্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
১০০০ রানের মাইলফলকে পৌঁছান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ভানুকা রাজাপক্ষে। ইংল্যান্ডের হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নিয়েছেন স্টোকস, ক্রিস ওকস, কারেন ও আদিল রশিদ।