






চমক দিয়ে টি-টোয়েন্টি দলের প্রধানকোচের দায়িত্ব পেলেন সালাউদ্দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের আসন্ন আসর নিয়ে জেগে উঠেছে ক্রিকেট পাড়া। ৭টি ফ্র্যাঞ্চাইজি ধীরে







ধীরে সরব হচ্ছে বিপিএল সম্পর্কিত কর্মকান্ডে। কোচিং স্টাফ নিয়োগসহ অন্যান্য কাজগুলো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। যেমনটা হেড কোচ ঠিক করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত







আসরের মত এবারও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে থাকবেন। কুমিল্লার ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্টে করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফেসবুক







পেইজের পোস্টি নিচে দেওয়া হলো চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন কোচ। শিরোপা জয়ের নেপথ্যের কারিগর আরও একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। দেশ সেরা কোচ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন







বার শিরোপা জয়ী হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যারের জন্য ফ্যানদের পক্ষ থেকে উইন অর উইন শ্লোগানের আওয়াজ শুনতে চায়।