






ফিফা বিশ্বকাপের পূর্বে এক প্রীতি ম্যাচে আজকে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন অ্যাঞ্জেল ডি







মারিয়া। একটি করে গোল করেছেন মেসি এবং জুলিয়ান আলভারেজ, জুলিয়ান কোরেয়া। ম্যাচের ১৭ মিনিটে আলভারেজ গোল করে আর্জেন্টিনার গোলের সূচনা করেন। এপর ২৫ ও ৩৬ মিনিটে জোড়া







গোলের মাধ্যমে ব্যবধান বাড়ান ডি মারিয়া। ৪৪ মিনিটে মেসি গোল করে হালী পূর্ণ করেন। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে জোয়াকিন কোরেয়া গোল করে আরো বড় জয় এনে দেন আর্জেন্টিনাকে।