






এখন পর্যন্ত গত ২০০৭ সালে একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে পরের বছরই শুরু হয় আইপিএল। উদ্দেশ্য ছিল তরুণ ক্রিকেটার তুলে এনে টি-টোয়েন্টিতে







রাজত্ব কায়েম করা। ক্রিকেটার উঠে এসেছে ঠিকই, কিন্তু বিশ্বকাপ শিরোপা আর জেতা হয়নি ভারতের। ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, এবং ২০২২- টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ছয়টি আসরে







শিরোপাশূন্য ভারত। গত ২০১১ সালের পর থেকে তো কোনো ফরম্যাটেই তারা বিশ্বকাপ জিততে পারছে না। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ সেমিফাইনাল থেকেই







বিদায় নিয়েছে ভারত। এরপরই চলছে আইপিএলের মুণ্ডুপাত। ক্রিকেটবোদ্ধা থেকে সাধারণ সমর্থকেরা বলছেন- আইপিএলের টাকার ওড়াওড়িই ধ্বংস করেছে ভারতের ক্রিকেটে। তাছাড়া রবিবারের







ফাইনালে মুখোমুখি পাকিস্তান আর ইংল্যান্ড। এমন সুযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাই বা বসে থাকেন কেন? তিনিও আইপিএলের প্রসঙ্গ টেনে ভারতকে খোঁচা







মেরেছেন। বিশ্বকাপ ফাইনাল দেখতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন রমিজ রাজা। ভারতের বিদায়ের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘শতকোটি ডলারের টি–টোয়েন্টি লিগের ক্রিকেটারদের







চেয়ে তাহলে পাকিস্তানি ক্রিকেটাররা ভালো। শতকোটি ডলারের লিগ খেলা খেলোয়াড়দের নিয়ে গড়া দল আমাদের দলের পেছনে। তার মানে, আমরা সঠিক পথেই আছি। ক্রিকেট উন্নয়নে আমরা যা করছি, তা ঠিকই করছি।’