






নিজ নিজ ক্লাবে দুজন ফুটবলারের ভবিষ্যত মোটামুটি অনিশ্চিত। একজন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং অন্যজন কিলিয়ান এমবাপ্পে। আপাতত দুজনেই বিশ্বকাপ মিশনে রয়েছেন। এরমধ্যে ক্রিশ্চিয়ানো







রোনালদো প্রকাশ্যেই ক্লাবের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। ক্লাব কর্মকর্তা, কোচের সমালোচনা করেছেন। আর কিলিয়ান এমবাপ্পের এমন কিছু না হলেও তিনিও চাচ্ছেন পিএসজি ছাড়ার জন্য। বিশ্বকাপের







পর সামারেই তার পিএসজি ছাড়ার সম্ভাবনা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চায় ম্যানইউ। রোনালদোর রিপ্লেস হিসেবে এমবাপ্পেকে কিনতে চায় ম্যানইউ। সেজন্য তারা ১৫০ মিলিয়ন ইউরো







খরচ করতেও রাজি এমনটা জানিয়েছে ডেইলি মিরর। অবশ্য পিএসজি তাকে ১৫০ মিলিয়নে ছাড়বে কিনা সেটাই অনিশ্চিত। কেননা, এর আগে রিয়াল মাদ্রিদের ২০০ মিলিয়ন ইউরোর অফারও তারা প্রত্যাখ্যান করেছিল।