কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড এখনো অনিশ্চিত আর্জেন্টিনার। দলটির ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। ফাইনালের অনেক আগেই আরেক ফাইনালে রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসিরা। গ্রুপ পর্বের দুই ম্যাচে দলটির অন্যতম সেরা







তারকা পাওলো দিবালাকে মাঠ নামতে দেখা যায়নি। এএস রোমার এই ফরোয়ার্ডকে কেন দলে নেওয়া হচ্ছে না? আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজেই দিলেনে এর ব্যাখ্যা। মঙ্গলবার দোহার কনভেনশন সেন্টারে সাংবাদিকদেরকে







আর্জেন্টাইন কোচ বলেন, ‘দিবালা সুযোগ পাচ্ছেন না কৌশলগত কারণে। সে ঠিক আছে। এই কৌশলেই আর্জেন্টিনা (মেক্সিকোর বিপক্ষে) জিতেছে। এটি মূলত ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়।







এখন আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। দেখি পরবর্তী ম্যাচে কী হয়। ’ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ২ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোলান্ড। তিনে থাকা সৌদি আরবের সংগ্রহ ৩ পয়েন্ট।







মেক্সিকো পেয়েছে ১ পয়েন্ট। তবে গ্রুপের সমীকরণ এতটাই জঠিল যে, আজ হেরে গেলে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দিবালা সুযোগ পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।