দিবাগত রাতে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। শেষ ষোলোতে খেলতে হলে এ গেমে জিততেই হবে তাদের। অবশ্য ড্র করলেও সম্ভাবনা থাকবে। তবে তখন সমীকরণটা হয়ে







যাবে যদি, কিন্তুর। এমন মহারণের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কি। ফুটবলবোদ্ধারা বলছেন, এ দ্বৈরথে লড়াইটা হবে মূলত দুই মহাতারকার। তারা ধরেই নিয়েছেন এটা মেসি বনাম







লেভানডভস্কি যুদ্ধ। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছেও প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। তিনি বলেন, লেভা কী মেসির পর্যায়ের খেলোয়াড়? এপি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।







প্রশ্নটা ভালোভাবে নেননি স্কালোনি। জবাবটাও কড়াভাবে দেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, একজন ভালো খেলোয়াড়ের খেলাটা উপভোগ করুন। একজনের সঙ্গে কেন আরেকজনের তুলনা করেন। এটা ঠিক নয়। লেভানডভস্কিকে নিয়ে







আতঙ্কে থাকতে পারেন আর্জেন্টাইন ভক্তরা। কারণ, বর্তমানে বিশ্বের সেরা স্ট্রাইকার তিনি। এবারের বিশ্বকাপেও গোল পেয়েছেন। এখন পোল্যান্ডকে নকআউটে নিয়ে যেতে মরিয়া ৩৪ বছর বয়সী ফুটবলার। অবশ্য স্বস্তিও পেতে পারেন







আলবিসেলেস্তে সমর্থকরা। কারণ, তাদের দলে রয়েছেন একজন মেসি। বর্ণিল ক্যারিয়ারের গোধূলি লগ্নেও ম্যাজিক দেখিয়ে চলেছেন তিনি। এবার কী পারবেন ওয়ান্ডারম্যান। এজন্যই এ ম্যাচে চোখ থাকবে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর।