






আসন্ন আইপিএলকে সামনে রেখে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের দল গড়ার কাজ শুরু করেছে। আজ নির্ধরণ করেছে কোন দল কোন-কোন খেলোয়াড়কে রাখেছে এবং ছেড়ে দিচ্ছে। গেল আসরে







তুলনামূলক ভাল করার বদৌলতে আসন্ন আইপিএলে রেখে দিয়েছে দিল্লী ক্যাপিটালস। আইপিএলে গেল আসরে দিল্লীর হয়ে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। মুস্তাফিজের নামের







পাশে ৮ ম্যাচে ৮ উইকেট কিছুটা বেমানান মনে হলেও আইপিএলের বেলায় সেটা কিছুটা হলেও ভারী। দলের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে ছিলেন মূলত অন্যদের তুলনায় কম







ম্যাচ খেলার কারনে। ২০২২ আইপিএলে দলের দিল্লীর ২য় সেরা বোলিং ইকোনমি (পেসারদের মধ্যে সেরা) ছিলেন ‘দ্যা ফিজ’। ওভারপ্রতি ৭.৬২ রান দিয়েছিলে এ টাইগার ক্রিকেটার। মুস্তাফিজের







চেয়ে সামান্য কম (৭.৪২) রান দিয়েছিলেন স্পিনার অক্ষর প্যাটেল। যদিও পেসারদের মধ্যে সেরা ইকোনমি রেট ছিল মুস্তাফিজের। আসন্ন আসরে মুস্তাফিজকে রেখে দেওয়ার আরও একটি







কারণ হতে পারে বেশি ডটবল শিকার। মাত্র ৩২ ওভার বল করে মুস্তাফিজ ৭৬টি ডটবল শিকার করেন যেটা কিনা তার মোট ডেলিভারির ৪০%। গেল আসরে দিল্লীর হয়ে সর্বোচ্চ ৪৭% ডটবল







করেছেন খলিল আহমেদ। এরপর মুস্তাফিজ ৪০%, শারদুল ঠাকুর ৩৮%, এনরিক নকিয়া ৩৭%, ললিত যাদব ও মিশেল মার্শ ৩৫% করে এবং কুলদ্বীপ ও অক্ষর প্যাটেল ৩৩% ডটবল করেছেন।







টুর্নামেন্টে দিল্লীর হয়ে এক ইনিংসে সর্বাধিক ডটবলও মুস্তাফিজের (১৪টি – যৌথভাবে)। তবে কি এই কারনেই এবারও রেখে দিল টিম ফ্রাঞ্চাইজিটি?