






আইপিএল পর সবথেকে জনপ্রিয় ঘরোয়া আসর ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তবে সময়ের কালক্রমে সে জনপ্রিয়তার ভিন্ন চিত্র দেখা যায় সাম্প্রতিক সময়ে। এই কারণে বিপিএল







কর্তৃপক্ষ পূর্বে জনপ্রিয়তা ধরে রাখতে নড়েচড়ে বসেছে। তাই এবারের বিপিএলে দেখা যেতে পারে পাকিস্তানের তারকা ক্রিকেটার সহ অনেক দেশের নামকরা ক্রিকেটারদের। বিপিএল এবারের







আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল সাজানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কদিন পর পরই তারকা সব ক্রিকেটারকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে কুমিল্লা







ভিক্টোরিয়ান্স মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে দলে নিয়ে চমকে দিয়েছে। তারা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে পাকিস্তানের এই দুই তারকাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত







করেছে। বিপিএলে এর আগেও খেলেছেন রিজওয়ান। ২০১৭ সালে তিনি সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন। দুই ইনিংসে ব্যাট করে তিনি করেছিলেন মাত্র ৪২ রান। এরপর আর তাকে সুযোগ দেয়নি







সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। এক ইনিংসে ৩৩ বলে ৩৬ রানের ইনিংস খেললেও পরের ইনিংসে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন তিনি। এর আগে রিজওয়ানের স্বদেশী মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে







দলে নিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের আগের আসরের মতো এবারও এই দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। বিপিএলের সর্বশেষ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব।







অলরাউন্ড পারফর্মের সঙ্গে নেতৃত্ব দিয়ে বরিশালকে ফাইনালেও তুলেছিলেন তিনি। এবারও তাই সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। যে কারণে দেশীয় ক্রিকেটার হিসেবে সাকিবকে সরাসরি চুক্তিতে







দলে নিয়েছে তারা। বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে নিজের স্কোয়াডের শক্তিমত্তা বাড়িয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে দলটির হয়ে খেলা ক্রিস গেইলকে দেখা যাবে এবারের
মৌসুমেও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন তারই স্বদেশী রাকিম কর্ণওয়াল। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)
বেশ নাম ডাক রয়েছে তার। এবারের সিপিএলেও দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান এবং অলরাউন্ডার করিম জানাতকেও দলে
নিয়েছে তারা। বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্স দলে নিয়েছে শোয়েব মালিক, হারিস রউফ এবং মোহাম্মদ নওয়াজকে। আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট
স্ট্রাইকার্স দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চুক্তি করেছে। বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।