






আগামী বিপিএলকে সামনে রেখে একদিনেই ৫ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। এবার দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছে তারা। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ







প্রিমিয়ার লিগ। যেখানে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলের আসরে খুলনা টাইগার্স দলে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। টি-টোয়েন্টি







ক্রিকেট থেকে অবসর নিলেও তামিম ইকবালকে দলের আইকন ক্রিকেটার হিসেবেই ঘোষণা করে খুলনা। তামিম ইকবাদের সাথে এবার খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয়







দলের সাবেক অধিনায়ক বর্তমান জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটি আসরে প্রধান কোচের ভূমিকায় দেখা যায় তাকে। এর আগেও একাধিক দলের







কোচের ভূমিকায় ছিলেন তিনি। দেশের ক্রিকেটের অন্যতম সফল এই কোচ এবার দেখা যাবে খুলনার শিবিরে। এছাড়াও খুলনার জার্সি গায়ে আসন্ন বিপিএলে খেলবেন পাকিস্তানী পেসার নাসিম শাহ,







অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ ও উইকেটরক্ষক ব্যাটার আজম খান। এছাড়া শ্রীলঙ্কার অভিষেক ফের্নান্দোকেও দলে ভিড়িয়েছে তারা। ১৯ বছর বয়সী নাসিম শাহ পাকিস্তানের হয়ে ১৬টি আন্তর্জাতিক







টি-টোয়েন্টি খেলে শিকার করেছেন ১৪ উইকেট। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচ খেলা নাসিম শাহর উইকেট ৫৮ টি। ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ ৩৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি







খেলে শিকার করেছেন ৩৪ উইকেট। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২১ ম্যাচ খেলে ৩৮২ উইকেটের মালিক তিনি।