






বিসিবিতে আজ যাবেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ভারত সিরিজের আগে তার কাজে যোগ দেবার কথা ছিল। কিন্তু শ্রীধরন শ্রীরামের কাজের শুরুর পর অনেকেই রাসেল ডোমিঙ্গোর







শেষ দেখেই ফেলেছিলেন। কিন্তু তিনি ফিরেছেন। এখনো জাতীয় দলের অনুশীলন শুরু হয়নি পুরোপুরি তবে ডোমিঙ্গোর আজ বিসিবির অফিসে আসবার কথা আছে। সেখানে বোর্ড কর্তাদের সাথে নাকি







বসতেও পারেন তিনি এমন খবর আছে৷ এরপর রাসেল ডোমিঙ্গো যাবেন বিকেএসপিতে। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা দেখতে তিনি যাবেন বিকেএসপিতে। এখনো ভারত সিরিজের জন্য দল







ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পরই মূলত অনুশীলন শুরু হবার কথা। ডিসেম্বর মাসের ৪ তারিখে ঢাকায় শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ হবে ১০ ডিসেম্বর। এরপর চট্টগ্রাম







টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ এবং শেষ হবে ঢাকা টেস্ট দিয়ে। ইতিমধ্যে ভারত দল ঘোষণা করেছে।