






ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে অনেক দিন ধরেই সমর্থকদের মধ্যে দানা বাঁধছিলো ক্ষোভ। সেপ্টেম্বরে এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের কাছে হারতে হয়েছিলো।







অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপেও বদলালো না ছবি’টা। সেই সেমিফাইনালে গিয়েই মুখ থুবড়ে পড়তে হলো ভারত’কে। ১০ উইকেটে এই লজ্জার হারের পর থেকেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে ভারতের







ক্রিকেটপ্রেমীদের। সকল সুযোগসুবিধা সত্ত্বেও এই ফলাফল কেনো? সেই প্রশ্নে ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন ক্রিকেটার’রা। টি-২০ বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে বারবার







সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া, বারবার দলের নেতা পরিবর্তন, যোগ্য খেলোয়াড়দের সুযোগ না দেওয়ার মত একাধিক ইস্যুতে ফ্যানেদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন নির্বাচক কমিটির







প্রধান চেতন শর্মা”ও। ধৈর্য্য রাখতে পারে নি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’ও। গতকাল রাতে এক ট্যুইটবার্তায় প্রধান নির্বাচক চেতন শর্মাসহ গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত







করার সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। সাথে সাথে নতুন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি’ও জারি করেছে। চেতনের বিদায়ের পর সেই দায়িত্ব যাবে কার হাতে? ৩ টি নাম ঘিরে চলছে জোর গুঞ্জন। অজিত







আগরকার গতকাল রাত্রে ট্যুইটারবার্তায় বিসিসিআই ঘোষণা করেছে যে তারা নির্বাচক পদে নতুন নিয়োগের জন্য আবেদনপত্র প্রত্যাশা করছে। আবেদনের নূন্যতম যোগ্যতাও বেঁধে দিয়েছে তারা।







আবেদনকারীকে নূন্যতম ৭ টি টেস্ট বা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০ টি ওয়ান ডে এবং ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। অন্তত ৫ বছর আগে ক্রিকেট বিদায় জানিয়ে থাকতে হবে তাঁদের।







আর এই যোগ্যতামানে যিনি একদম ‘পারফেক্ট ফিট’, তিনি হলেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকার। ভারতীয় দলের জার্সি’তে আগরকার একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন।







২৬ টি টেস্টে ৫৮ টি উইকেট নিয়েছেন এবং ১৯১ টি একদিনের ম্যাচে নিয়েছেন ২৮৮ উইকেট। নির্বাচক হিসেবেও এর আগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বই ক্রিকেটে নির্বাচক কমিটিতে ছিলেন







তিনি। ২০২০ তে যখন চেতন শর্মা’কে নির্বাচক কমিটির প্রধান পদে বসানো হয় তখনও চেতনের প্রতিযোগী হিসেবে শোনা গিয়েছিলো অজিতের নাম। এখন দুই বছর পর চেতন শর্মা অপসারিত হওয়ায়







আরও একবার আগরকারের নাম ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে। অতুল ওয়াসন নির্বাচক কমিটির প্রধান হিসেবে দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছেন অতুল ওয়াসন। দিল্লীর দীর্ঘদেহী







এই পেসার হতে পারেন চেতন শর্মা’র উত্তরসূরী, মনে করছেন অনেকে। অতুল নিজের ক্রিকেট কেরিয়ারে দিল্লীর হয়ে ৮০ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯০ টি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন







৪ টি টেস্ট এবং ৯ টি একদিনের ম্যাচ। ৫৪ বর্ষীয় অতুল ওয়াসন এর আগে দিল্লীর নির্বাচকমন্ডলীর সদস্য ছিলেন। নির্বাচকের কাজের সাথে তাই আগেই পরিচয় রয়েছে তাঁর। এই পূর্ব অভিজ্ঞতা তাঁকে
বিসিসিআই-এর নির্বাচক কমিটির প্রধান পদে বসায় কিনা সেইদিকে তাকিয়ে এখন ক্রিকেটমহল। বীরেন্দ্র শেহবাগ সবচেয়ে চমকপ্রদ যে নামটি ভেসে বেড়াচ্ছে ভারতের ক্রিকেটমহলে সেটি প্রাক্তন
‘টিম ইন্ডিয়া’ ওপেনার বীরেন্দ্র শেহবাগের। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু প্রতিভার সাথে ওঠাবসা করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী। তাই প্রতিভা চিনতে ভুল করবেন না তিনি, মনে করছেন
অনেক ক্রিকেটবোদ্ধা। জাতীয় দলের জার্সিতে ১০৪ টেস্টে তিনি করেছেন ৮৫৮৬ রান। আর একদিনের ম্যাচে মারকাটারি ওপেনার হিসেবে বিখ্যাত বীরু করেছেন ২৫১ ম্যাচে ৮২৭৩ রান। ‘মেন ইন ব্লু’র
২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য’ও ছিলেন শেহবাগ সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনারদের খারাপ ফর্ম চূড়ান্ট ভুগিয়েছে ভারত’কে। নির্বাচক
কমিটিতে শেহবাগের অভিষেক হলে দেশের জন্য সঠিক ওপেনার বেছে নিতে তিনি নিজে সচেষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নিজের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে
সঠিক ‘টিম কম্বিনেশন’ বাছতেও ভূমিকা নেবেন ‘বীরু’, ভাবছেন ক্রিকেটবোদ্ধা’রা। এর আগে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও চেতন শর্মা’র অপসারণের পর নির্বাচক রূপে বিসিসিআই’এর
সাথে যুক্ত হতে পারেন শেহবাগ, খবর তেমনই।