






খেলা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ডিসেম্বরের শুরুতেই ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৪ ডিসেম্বরে। ইতোমধ্যে সে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে







বিসিসিআই। বর্তমান সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্যরকম এক লড়াই। সে কারণেই ভাারত সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী







নিজামউদ্দিন চৌধুরি সুজন এটিকে আখ্যায়িত করেছেন হাই-ভোল্টেজ সিরিজ হিসেবে। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ভারত সিরিজকে আমরা বিশেষ







গুরুত্ব দিচ্ছি। এটাকে হাই ভোল্টেজ সিরিজ ধরেই ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আজকেও (গতকাল)







তারই ধারাবাহিকতায় একটা মিটিং ছিল।আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের







প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’ বাংলাদেশ সিরিজে আসার আগে ভারতীয় দলের আলাদা করে কোনো চাহিদা আছে কিনা এমন প্রশ্নে সুজন বলেন, ‘সেরকম কিছু না। সিরিজের







আগে ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ভারতের যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা-ই থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো







চলছে।’ সিরিজে নিরাপত্তার বিষয় নিয়ে সুজন আরো বলেন, ‘নিরাপত্তার ব্যাপারটা পুরোপুরি সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগের হাতে, তারাই সিদ্ধান্ত নেবেন। যেকোনো আন্তর্জাতিক সিরিজে যে প্রোটোকল
আছে সেটাই আমরা চাইব। এর বাইরে বাড়তি যদি তারা দরকার মনে করেন সেভাবেই করবেন।’