Cricket স্বস্তি আর চ্যালেঞ্জ এই দুটোকে সঙ্গী করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের। তবে প্রতিপক্ষ যেহেতু এশিয়ান দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান, তাই নির্ভার হওয়ার সুযোগ নেই টাইগার







শিবিরে। আগামী বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে রোহিত শর্মার দল ভারতের সঙ্গে লড়াই করবে বাংলাদেশ। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ব্রিসবেন থেকে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু অ্যাডিলেডের বিমানে চড়েন







সাকিবের দল। বিমান পথে প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের যাত্রা শেষে ভেন্যু শহরে পৌঁছে যায় বাংলাদেশ দল। আগের দিনের ম্যাচ আর ভ্রমণ- সব মিলিয়ে একটা দিন বিশ্রামেই থাকবে টাইগাররা। এই বিষয়ে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ







ইমাম জানিয়েছেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিনও বিশ্রামে কাটিয়েছিলেন সাকিবরা। সেদিন শুধু ঐচ্ছিক অনুশীলনে দেখা







গিয়েছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির রাব্বিকে। তবে স্থানীয় সময় দুপুর দুইটায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের একজন ঠিকই থাকবেন অ্যাডিলেড ওভালের প্রেস কনফারেন্সে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কৌশল ঠিক







করাতেই ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। সেমির লড়াইয়ে বাংলাদেশ টিকে আছে ঠিকই কিন্তু লড়াইটা সহজ নয়। নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া আসর এখন বাংলাদেশের সফলতম বিশ্বকাপ। তবে সেমির টিকিট পেতে হলে
হারাতে হবে ভারত ও পাকিস্তানকে। এমনিতে সুপার টুয়েলভে ‘টু’ গ্রুপের প্রথম তিন ম্যাচ শেষে ৫ দলেরই সেমিতে খেলার দরজা খোলা। এরমধ্যে টানা তিন হারে নেদারল্যান্ডসের শুধু বিদায় ঘণ্টা বেজেছে। আর তিন ম্যাচ শেষে বাংলাদেশ, ভারত,
পাকিস্তান, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। এ অবস্থায় বাংলাদেশ দল ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিতলে সরাসরি চলে যাবে সেমিতে। কিন্তু একটা ম্যাচ হারলেই সমীকরণটা আরও কঠিন হয়ে যাবে।
সব মিলিয়ে সেমির পথে লড়াইয়ের সমীকরণ অনেকটাই কঠিন বাংলাদেশের জন্য। আবহাওয়ার একটা খবর জানিয়ে শেষ করা যাক-অ্যাডিলেডে বুধবার বাংলাদেশ ও ভারতের ম্যাচের দিন নেমে আসতে পারে বারিধারা। ৬০ শতাংশ সম্ভাবনা বৃষ্টির। আর সেটা হলে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে স্বস্তি পেতে পারেন সাকিব আল হাসানরা!