






মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার ব্যাটাররা। তবে পাঁচে নামা উজাইর মুমতাজ এবং সাতে খেলা আরাফাত মিনহাজের হাফ সেঞ্চুরিতে







২০২ রানের পুঁজি পায় স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় জোড়া হাফ সেঞ্চুরিতে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটের জয় এনে দেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান এবং আশিকুর রহমান শিবলি।







মুলতান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২০৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আশিকুর ও রিজওয়ান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৬০ রান।







রিজওয়ানের বিদায় ভাঙে তাদের দুজনের জুটি। আলি রাজার বলে মোহাম্মদ ইবতিসামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৮৬ বলে ৭৯ রানের ইনিংস খেলা রিজওয়ান। ইনিংসটি খেলতে ১০টি চার







এবং একটি ছক্কা মেরেছেন এই ওপেনার। রিজওয়ানের পর আশিকুরকেও আউট করেছেন রাজা। সাদ বাগের হাতে ক্যাচ দিয়ে ১১২ বলে ৭৪ রান করে ফেরেন আশিকুর। ইনিংসটি খেলতে তরুণ







এই ওপেনার ৮টি চার মেরেছেন। তাদের দুজনের বিদায়ের পর উইকেট দিয়ে এসেছেন জিসান আলমও। চারদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি করা জিসান এদিন আউট হয়েছেন ১১ রানে। এরপর আর কোন







উইকেট হারাতে দেননি শাহরিয়ার সাকিব এবং আহরার আমিন। তাদের দুজনের ব্যাটিংয়ে ২৯ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব ১৮ এবং আমিন অপরাজিত ছিলেন ৭ রানে।







পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাজা। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০২ রানে অল আউট হয় পাকিস্তান। স্বাগতিদের হয়ে আরাফাত অপরাজিত ৭১ এবং উজাইর ৫৭ রান করেছেন।
বাংলাদেশের হয়ে মারুফ চারটি এবং মোহাম্মদ রাফি উজ্জামান দুটি উইকেট নিয়েছেন।