নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ড দলনায়ক জোস বাটলার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ব্রিসবেনে রান তাড়া করে নিউজিল্যান্ড।পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড কোনও







উইকেট না হারিয়ে ৪৮ রান তুলে।ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করে আউট অ্যালেক্স হেলস। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫২ রান করে স্যান্টনারের বলে স্টাম্প-আউট হন তিনি। ইংল্যান্ড ১১ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৮৫ রান







সংগ্রহ করে।১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৫ রান। ৩৯ বলে ৬১ রান করে লড়াই জারি রেখেছেন জোস বাটলার। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি করে ।১৭.৪ ওভারে লিয়াম লিভিংস্টোন ২০ রান করে ফার্গুসন







শিকার হন।১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫৩ রান।১৮.১ ওভারে হ্যারি ব্রুক ৭ রান করে সাউদির শিকার হন। একই ওভারের ৪র্থ বলে বাটলার ৭৩ রান করে রান আউট হন। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৬৩







রান।শেষ ওভারের ৫ম বলে স্টোকস আউট ও শেষ বলে ৩ রান হলে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে ইংল্যান্ড।