কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরব। মুসলিম বিশ্বের অন্যতম এই নগরীর ফুটবলাররা লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায়। কাতার বিশ্বকাপের মাঝেই







পর্তুগালের সুপারস্টার ও ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে লোভনীয় অফার দিয়ে রেখেছে সৌদি আরবের আল নাসর ক্লাব। সৌদির এ ক্লাবের লোভনীয় প্রস্তাবে রাজি হলে তিন







বছরের চুক্তিতে রোনালদো পাবেন ২২৫ মিলিয়ন ডলার। খেলতে পারবেন ৪০ বছর বয়স পর্যন্ত। আল নাসরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের দৃষ্টি এখন রোনালদোর ওপর। ম্যানইউর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বিশ্বের যে কোনো ক্লাবে যেতে এখন







আর কোনো বাধা নেই পর্তুগাল অধিনায়কের। সেই চিন্তা থেকেই আল নাসরের জিভে জল আনা প্রস্তাব। প্রস্তাব অনুযায়ী, রোনালদো প্রতি মৌসুমে পাবেন ৭৫ মিলিয়ন ডলার। তবে এ ব্যাপারে ৩৭ বছর বয়সি রোনালদোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তিনি বিশ্বকাপে পর্তুগালের ম্যাচে ফোকাস করছেন।