






সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজির খোঁজে থাকা বাংলাদেশ মাঝের ওভারে খেয়েছে বড় ধাক্কা। প্রথম দশ ওভারে ভালো শুরু এলেও সৌম্য সরকার ও সাকিব আল হাসানকে পর পর







হারিয়ে বেড়েছে চাপ। রিভিউ নিয়েও এলবিডব্লিউ থেকে বাঁচতে না পারায় মাঠেই বিস্ময় ও হতাশা জানিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। কারণ পায়ে লাগার আগে বল তার ব্যাটে লেগেছিল কিনা তা







নিয়ে সংশয় দূর হয়নি। ইনিংসের একাদশ ওভারের ঘটনা। ২০ রানে থাকা সৌম্য শাদাব খানকে রিভার্স সুইপে উড়াতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে। পরের বলেই বিদায় সাকিবের। মুখোমুখি প্রথম







বলেই অন সাইডে খেলতে গিয়ে ব্যর্থ হন সাকিব। পায়ের পাতায় বল লাগলে সময় নিয়ে আঙুল তুলেন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। দেরি না করেই রিভিউ নেন সাকিব। আল্ট্রা







এজ প্রযুক্তিতে দেখা যায় বল সাকিবের ব্যাট ছাড়িয়ে যাওয়ার আগে স্পাইক দেখা যায়। তবে ব্যাট মাটিতে লাগার কারণে স্পাইক হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেননি জিম্বাবুয়ের টিভি আম্পায়ার







লেংটন রোজেরি। তবে রিপ্লেতে একটা কোণ থেকে দেখা যাচ্ছিল ব্যাট ও মাটির মধ্যে আছে সামান্য ফাঁক। মাঠের আম্পায়ারের দেওয়া কোন সিদ্ধান্ত বদলাতে হলে তার বিপক্ষে শতভাগ নিশ্চিত







প্রমাণ দরকার টিভি আম্পায়ারের। কিন্তু ফাঁক থাকায় এই সিদ্ধান্ত বদলাতে পারতেন রোজেরি। তার ভুলের শিকার হয়ে ফিরতে হয় সাকিবকে। এতে বেনিফিট পেয়ে যায় পাকিস্তানই। ভীষণ







গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেই স্পাইকের কারণেই মাঠ ছাড়ার আগে দু’হাত মেলে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সাকিব। আম্পায়ারকে প্রশ্নও করেন তিনি। মাঠের আম্পায়ারের ব্যাখ্যা
পেয়ে অবশ্য মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। সাকিব ফেরার পর ফিফটি করে বিদায় নেন শান্তও। ৪৮ বলে ৭ চারে ৫৪ করেন এই বাঁহাতি। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় ফিফটি, তার ক্যারিয়ারেরও দ্বিতীয় অর্ধশতক।