






বিশ্বকাপ শুরুর পূর্বে যেন শনির দশা লেগেছে ফ্রান্সের উপর। একের পর এক ইনজুরির কবলে পরছে তাদের প্লেয়াররা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন করিম বেনজামা। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার







অনেক দিন ধরেই ইনজুরিতে ভুগছেন। রিয়ালের শেষ দিকের ম্যাচগুলোতে খেলা হয়নি তার। এই ইনজুরি সঙ্গে করেই বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিনি। আশা করেছিলেন হয়তো সুস্থ হয়ে যাবেন।







কিন্তু তেমন কিছু হয়নি। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। তার বিকল্প হিসেবে ডাক পেয়েছেন অলিভার জিরদ। বিশ্বকাপ দল ঘোষণার







পূর্বেই দুজন সেরা মিডফিল্ডার হারিয়েছিল ফ্রান্স। পল পগবা এবং কান্তে ইনজুরির কারণে স্কোয়াডে ডাক পাননি। দল ঘোষণার পর তারা হারায় ডিফেন্ডার কিম্পেম্বেকে। এবার তারা হারালো করিম বেনজামাকে।