






জানা উত্তর, ম্যানচেস্টার সিটির কিংবদন্তি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো কাতার বিশ্বকাপ দেখতে চান আর্জেন্টিনা ও লিওনেল মেসির হাতে। মেসিরা না জিতলে তিনি চান স্পেন চ্যাম্পিয়ন হোক। তাও







না হলে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। এই যেমন- বেলজিয়াম, ডেনমার্ক। হয়তো ১৯৫০ আসরের পরে বিশ্বকাপ না জেতা উরুগুয়ে কিংবা সর্বশেষ ১৯৬৬ সালে শিরোপা জেতা ইংল্যান্ডও তার সমর্থন







পাচ্ছে। কিন্তু কোনভাবেই ফ্রান্স, ব্রাজিল ও জার্মানি বিশ্বকাপ জিতুক এটা চান না তিনি। এক সাক্ষাৎকারে মেসির সবচেয়ে কাছের বন্ধু আগুয়েরো বলেছেন, ‘স্পেনের প্রতি আমার সবসময়ই একটা কোমল







অনুভূতি থেকে গেছে। যদি আমার দেশ (আর্জেন্টিনা) বিশ্বকাপ জিততে না পারে তাহলে আমি চাইবো লা রোজারা এটা জিতুক। অথবা অন্য কোন দেশ জিতুক, যারা আগে বিশ্বকাপ জেতেনি।’







ব্রাজিল-জার্মানির প্রতি সমর্থন নেই জানিয়ে হৃদরোগে ফুটবল ছাড়তে বাধ্য হওয়া আগুয়েরো বলেছেন, ‘প্রতিবার ফ্রান্স, জার্মানি, ব্রাজিলের এটা জেতা উচিত নয়। আমি তাদের চ্যাম্পিয়ন হিসেবে চাই







না। বরং নতুন কেউ আসুক।’ বার্সেলোনা থেকে অবসরে যাওয়া এই স্ট্রাইকার চান, আর্জেন্টিনা ও স্পেন ফাইনালে উঠুক। কাতার বিশ্বকাপ মেসির শেষ। আর্জেন্টাইন এই কিংবদন্তি ও তার দলের বিশ্বকাপ







জয়ের ভালো সুযোগ আছে বলেও উল্লেখ করেছেন আগুয়েরো। মেসি যদি শতভাগ খেলতে পারেন, এমনকি তিনি যদি ৬০-৭০ ভাগও খেলতে পারেন এবং দল সেটার সুবিধা নিতে পারে তাহলে







আলবিসেলেস্তেদের ভালো সুযোগ আছে বলে মনে করছেন আগুয়েরো।