আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াইটা জমেছিল প্রথমার্ধেই। কিন্তু সে অর্ধে জালের দেখা পায়নি কেউই। ডেডলক ভাঙল দ্বিতীয়ার্ধে এসে ব্রুনো ফার্নান্দেজের গোলে। এরপর অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ব্রুনোর আরেক গোল।







এরপর আর পর্তুগালের শেষ ষোল আটকায় কে! উরুগুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বে উঠে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।







সোমবার লুসাইল স্টেডিয়ামের ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের দুটো গোলই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ।