






কখনো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি পর্তুগাল। এবার নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলকে শিরোপা জিতিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ মৌসুমে ছন্দে না







থাকলেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই কাতার যাচ্ছেন পর্তুগাল অধিনায়ক। রোনাল্ডোর স্বপ্ন ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা। লাইভ স্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের







ফাইনাল নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘আমি কাসেমিরোর সঙ্গে মজা করে বলি এবার পর্তুগাল-ব্রাজিল ফাইনাল হবে। সত্যি বলতে, এটা স্বপ্নের মতো। বিশ্বের সবচেয়ে কঠিন টুর্নামেন্ট বিশ্বকাপ। আমি সেটা







জেতার স্বপ্ন দেখি। জানি, কাজটা খুব কঠিন। তবে স্বপ্ন তো দেখাই যায়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেখানে গিয়ে লড়াই করা। আমার মতে, ইতিহাসের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে







এবার। বছরের শেষভাগে এ ধরনের টুর্নামেন্ট খেলা বেশ মজার ও চ্যালেঞ্জিং। এটা আমার পঞ্চম বিশ্বকাপ। এ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত ও আনন্দিত।’ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখলেও কাতারের বিমান







ধরার আগে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গত দুদিন অনুশীলন করতে পারেননি রোনাল্ডো। কাল রাতে লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি তার। তবে ২৪ নভেম্বর ঘানার







বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই রোনাল্ডো সেরে উঠবেন বলে আশাবাদী পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।