






আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বুধবার হালনাগাদকৃত র্যাংকিংয়ে আফগান স্পিনার রশিদ খানকে টপকে গেছেন তিনি।







হাসারাঙ্গার বর্তমান রেটিং পয়েন্ট ৭০৪, আর রশিদ খানের ৬৯৮। ৬৯০ রেটিং নিয়ে তিনে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। এর পরে রয়েছেন তাবরাইজ শামসি, অ্যাডাম জাম্পা, মুজিব উর







রহমান জাদরান ও স্যাম কারান। এ ছাড়া আদিল রশিদ অষ্টম, অ্যানরিখ নরজে নবম ও মহেশ থিকশানা দশম স্থানে রয়েছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন







বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানই। দুয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবি। ব্যাটিংয়ে শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। দুয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনে ডেভন কনওয়ে, চারে বাবর আজম।