






উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপের রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দল কারা হয়েছে ইতিমধ্যে সেটা সবাই জেনেছে।







এক নজরে দেখা যাক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো কারা:-
১. নাপোলি – লিভারপুল
২. পোর্তো- ক্লাব বার্গ
৩. বায়ার্ন – ইন্টার মিলান
৪. টটেনহাম – ফ্রাঙ্কফুর্ট
৫. চেলসি – এসি মিলান
৬. রিয়াল মাদ্রিদ – লিপজিগ
৭. বেনফিকা – পিএসজি
৮. ম্যানসিটি – বুরুশিয়া
এবারের আসরের নক আউট পর্বের লড়াই বেশ জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লিভারপুল, পিএসজির মত দলগুলো রানার্সআপ হওয়ায় জমজমাট লড়াই দেখার সুযোগ বেড়েছে।