






আগামীকাল থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে জমজমাট এবং জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত এবারের ফুটবল বিশ্বকাপে দেখতে যাবেন বাংলাদেশ জাতীয়







ক্রিকেট দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। অনেক আগেই জানা গিয়েছিল এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচের টিকিট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে







ব্রাজিল দলের খেলার টিকেট নিয়েছিলেন জাতীয় দলের আরেক অধিনায়ক তামিম ইকবাল। ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল ও সার্বিয়ার খেলা মাঠে বসে দেখবেন ওয়ানডে অধিনায়ক।







এ কারণেই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলা হবে না তামিমের। বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখবেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও। ২৬







নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি দেখবেন সাকিব। সে ম্যাচটিও হবে কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসাইলে। তবে বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ফিফা বিশ্বকাপ দেখতে







যাচ্ছেন সাবেক ক্রিকেটাররাও। জানা গেছে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ মাঠে বসে দেখবেন। ২৭ নভেম্বর কাতার যাওয়ার কথা রয়েছে তার।







২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে, ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড ও ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখবেন হাবিবুল বাশার। কাতারে হাবিবুলের সঙ্গী হবেন আরও দুই সাবেক ক্রিকেটার







সানোয়ার হোসেন ও জাভেদ ওমর বেলিম।