বিদেশিরা বাংলাদেশে খেলতে এলে একগাদা চাহিদা দাবি করে থাকে। তবে ভারতের ক্ষেত্রে সেগুলো স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিশ্বকাপ মিশন শেষে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠের খেলা শুরু।
প্রতিবেশী দুই দেশের মাঝে জমজমাট ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আলোচিত এই সিরিজ আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, “ভারত সিরিজ অবশ্যই সবদিক থেকে গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ সিরিজ।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। অভ্যন্তরীন মিটিং-ও করছি। আজও ছিল। দুইটি ভেন্যুর সুযোগ-সুবিধায় বাড়তি কিছু যোগ করতে হবে কিনা, সেটি জেনেছি। কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিদেশিরা বাংলাদেশে খেলতে এলেই একগাদা চাহিদা দাবি করে থাকে। তবে ভারতের ক্ষেত্রে সেগুলো স্বাভাবিকই আছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলছিলেন, “সেরকম বিষয় না।
এর আগে ভারতের ‘এ’ দল সফর করবে। আন্তর্জাতিক যেকোনো দলের চাহিদা একই হয়। সে অনুযায়ী পরিকল্পনা হয়, সেভাবেই কাজ চলছে। প্রতিটি বোর্ডেরই পলিসি থাকে। সেই পলিসিতেই যেতে হবে। আমরা গেলেও তাই থাকে।”
এছাড়া নিরাপত্তার ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী জানান, “সিকিউরিটির ব্যাপার সরকারের ওপর। তারা সিদ্ধান্ত নেবেন। যে স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রটোকল আছে সেটিই চাইব। বাড়তি চাইলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।