






ব্রাজিলে লিজেন্ড ফুটবলারদের অভাব নেই। সেখানে এত বেশি পরিমান লিজেন্ড ফুটবলার রয়েছে যে, হয়তো সারা বিশ্বের অন্যান্য দেশগুলো একত্রিত করলেও তাদের সমান হবে না। ব্রাজিলের







এই লিজেন্ড ফুটবলারদের পাশে বসতে চান নেইমার। সেজন্য দরকার কেবল বিশ্বকাপ জয়। কাতারেই এই শিরোপা জিততে চান ব্রাজিলের বর্তমান দলটির সবচেয়ে বড় তারকা। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ







গোলের মালিক পেলে। তার গোলের রেকর্ড ভেঙে দেওয়ার খুব কাছে আছেন নেইমার। মাত্র দুটি প্রয়োজন তার। পেলের ৭৭ গোলের বিপরীতে নেইমারের গোল ৭৫টি। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের







রেকর্ড নেইমারের। হলুদ জার্সিতে সর্বোচ্চ জয়ের রেকর্ডটিও এখন যৌথ ভাবে নেইমারের ও কাফুর। আর একটি ম্যাচ জিতলেই একক ভাবে শীর্ষে উঠে যাবেন। ব্রাজিলের জার্সিতে অনেক কীর্তি







গড়লেও ব্রাজিলিয়ানদের কাছে সবচেয়ে আদুরে বিশ্বকাপ জেতা হয়নি নেইমারের। সাবেক ফুটবলার সনি অ্যান্ডারসন তাই মনে করছেন নেইমার বিশ্বকাপ জিতে ব্রাজিলের লিজেন্ডদের কাতারে নিজেকে







নিয়ে যেতে চাইবেন। অ্যান্ডারসন বলেন, “২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর, নেইমার এখন ব্রাজিলের লিজেন্ডদের কাতারে প্রবেশ করতে চাচ্ছে যেখানে জিকো, দিনহো, রোনালদো, রোমারিওর







মত প্লেয়াররা রয়েছে। “সে এই প্লেয়ারদের কাতারে যেতে পারবে বিশ্বকাপ জয়ের মাধ্যমে।”