বিশ্বকাপের ২২ আসরের ২২টিতেই খেলা একমাত্র দল সেলেসাওরা। জিতেছে সর্বোচ্চ ৫টি শিরোপা। সবচেয়ে বেশি জয়, গোলসহ আরও অনেক কিছুরই রেকর্ড ব্রাজিলের দখলে। এবারের আসরের শুরুটাও দারুণ করেছে হেক্সা মিশনে থাকা







তিতের দল। তবে ২য় ম্যাচে এসেই কিছুটা হতাশার সম্মুখীন থিয়াগো সিলভার দল। কারণ, এই ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে ব্রাজিলের জন্য একটি কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে; এমনটি বলা যায়। কারণ,







বিশ্বকাপে কখনই ইউরোপের এই দেশটিকে হারাতে পারেনি সেলেসাওরা। বিশ্বকাপের ৪র্থ আসরে ১৯৫০ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিলে অনুষ্ঠিত সেই ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে







হয় তাদের। যদিও এতে প্রভাব পড়েনি তাদের পরের রাউন্ডে যাওয়া নিয়ে। এরপর প্রায় ৬৮ বছর পর আবারও সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র দিয়ে শুরু করে দুই







দল। যেখানে কুটিনিয়োর গোলে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি নেইমারের দল। বিশ্বকাপে খেলা দুই দল দুটি ম্যাচেই করেছে ড্র। আজ সোমবারের ম্যাচটি হবে বিশ্বকাপে দুই দলের তৃতীয় দেখা। যদিও বিশ্বকাপের বাইরে







দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-সুইজারল্যান্ড। যেখানে ২০০৬ সালে ২-১ গোলে ব্রাজিল জিতলেও, ২০১৩ সালে অপর ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল সুইজারল্যান্ড।