






টি টেন লিগ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘদিন পর টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশের







মালিকনায় থাকা দল বাংলা টাইগার্সে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে আজ থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ।







ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল তা নিয়ে চলছে নানা আলোচনা। যে উন্মাদনা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল সেটি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন







সাকিব আল হাসান। রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটাররা বিশ্বকাপ কে জিততে পারে ভবিষ্যদ্বাণী করেছেন। প্রায় প্রত্যেকেই নিজেদের পছন্দের দলকেই বেছে নিয়েছেন। তবে সাকিব







দিয়েছেন ভিন্ন উত্তর। বিশ্বকাপ কে জিতবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘আমি।’ সাকিব এখানে নিজেকে বলতে বুঝিয়েছে আর্জেন্টিনাকে। সাকিব মন থেকে আর্জেন্টিনাকেই সাপোর্ট করেন







তা অজানা নয় কারও। লিওনেল মেসির পার ভক্ত সাকিব আর্জেন্টিনার খেলা দেখতে টি টেন লিগ খেলার ফাঁকেই কাতার উড়াল দেবেন। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা মাঠে বসে







দেখবেন তিনি। বাংলা টাইগার্সে খেলা কাজী নুরুল হাসান সোহানও আর্জেন্টিনার শিরোপার অপেক্ষায় আছেন। মোহাম্মদ আমিরের পছন্দের খেলোয়াড় মেসি। শিরোপা তার হাতেই দেখছেন আমির।







নিউ জিল্যান্ডের বেন কাটিং ব্রাজিলের হাতেই শিরোপা দেখছেন। তার স্বদেশি ডেভন কনওয়েও ব্রাজিলকে সাপোর্ট করছেন।