






কাতার বিশ্বকাপের এবারের আসর শুরুর পূর্বে আজকেই শেষ লিগ ম্যাচে মাঠে নামবে পিএসজি। অজিরের বিপক্ষে এই ম্যাচটি পিএসজি খেলবে নিজেদের মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়







সন্ধ্যা ৬টায়। চলতি মৌসুমে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে পিএসজি। এই ১৪টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ১২টি ম্যাচে এবং ড্র করেছে একটি। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। পিএসজির







ঠিক পেছনেই আছে লেনস। তারা ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তালিকার দুই নম্বরে তাদের অবস্থান। তবে পিএসজির আজকের ম্যাচের প্রতিপক্ষ অজিরে আছে তালিকার ১৫ নম্বর







স্থানে। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। আজকেও তাই পিএসজির জয় অব্যাহত থাকারই কথা।