






বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে আজকে মাঠে নেমেছিল পিএসজি। অজিরের বিপক্ষে এই ম্যাচে পিএসজি জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। মেসি নেইমার কিলিয়ান এমবাপ্পে, প্রত্যেকেই







খেলেছেন এই ম্যাচে। তবে মেসি বা নেইমার গোল পাননি। গোল পেয়েছেন এমবাপ্পে। তার সঙ্গে গোল করেছেন সোলার, হাকিমি, রেনেতো সানচেজ, একিটিকে। ম্যাচের ১১তম মিনিটে এমবাপ্পের







গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পূর্বে আর কোন গোল করতে পারেনি মেসি নেইমাররা। তবে বিরতির পর গোল উৎসব করে গালটিয়েরের শিস্যরা। ম্যাচের ৫১ মিনিটে সোলার গোল করে ব্যবধান







বাড়ান। ৫৭ মিনিটে হাকিমি ব্যবধান করেন ৩-০। ৮১ মিনিটে রেনেতো সানচেজের গোলের পর ৮৪ মিনিটে একিটিকে গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন।