






সামনেই বিশ্বকাপ। সব প্লেয়াররা এখন সেটা নিয়েই ব্যস্ত। কিন্তু ঠিক এই সময়েই বড় এক দুঃসংবাদ পেলেন পোল্যান্ডের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানদস্কি। স্প্যানিশ লা লিগায় তিনটি ম্যাচ নিষিদ্ধ







হয়েছেন বার্সালোনার এই স্ট্রাইকার। বিশ্বকাপের পর লা লিগা শুরু হলেই তিনটি ম্যাচে খেলতে পারবেন না এই তারকা। ওসাসুনার বিপক্ষে বার্সালোনার ম্যাচে বার্সালোনা ২-১ গোলে জিতলেও







লাল কার্ড দেখেছিলেন লেভানদস্কি এবং পিকে। ম্যাচের ৩০ মিনিটে লাল কার্ড দেখেছিলেন লেভানদস্কি এবং বিরতির পূর্বে লাল কার্ড দেখেন পিকে। লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বারবার







তর্কে জড়িয়েছিলেন লেভানদস্কি। রেফারিকে অসম্মান করার জন্য তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে জেরার্ড পিকেকে নিষিদ্ধ করা হয়েছে ৪ ম্যাচ। তবে সম্ভবত কাতালান এই ডিফেন্ডারের







এই নিষেধাজ্ঞা কোন কাজেই আসবে না। কেননা, সে অবসরের ঘোষণা দিয়েছিল আগেই।